সবুজের সমারোহ

অনেকের কল্পনায় এই পৃথিবী সবুজে ছেয়ে যাওয়ার সুপ্ত বাসনাটুকুর বাস । প্রকৃতিতে সবুজের ছোঁয়া না থাকলে পরিবেশটাকে কেমন ধূসর লাগে, মনে হয় সবকিছু বুঝি এক বিষণ্ণতায় ডুবে আছে।
৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নির্ভয় নেত্রকোণা জেলায় 'সবুজের সমারোহ' কর্মসূচির আয়োজন চলছে। পরিবেশকে আরো সবুজময় করে তোলা এবং সবজি চাষের মাধ্যমে কর্মসংস্থান গড়ে তুলবার জন্য উৎসাহ প্রদান করাই এই কর্মসূচির উদ্দেশ্য। এই কর্মসূচির অংশ হিসেবে থাকবে-
✅ বৃক্ষরোপণ
✅ সবজির বীজ বিতরণ
✅ সবজির বীজ রোপণ ও পরিচর্যা বিষয়ক ট্রেনিং সেশন।

স্থান: হাতকুন্ডলী আশ্রয়ন প্রকল্প, কেগাতী, নেত্রকোণা সদর।