ইকোসিস্টেম রিস্টোরেশন
পরিবেশই প্রাণের ধারক, জীবনীশক্তির বাহক।পরিবেশের ওপর নির্ভর করে মানুষ, অন্যান্য উদ্ভিদ ও প্রাণী-জীবনের বিকাশ ঘটে। তাই পরিবেশ ও মানুষের মধ্যে রয়েছে এক নিবিড় যোগসূত্র। কিন্তু নানা কারণে পরিবেশদূষণ সমস্যা প্রকট হওয়ায় মানবসভ্যতা আজ চরম হুমকির সম্মুখীন। সেই সাথে আমাদের পরিবেশ আজ বিপর্যয় এর মুখে। বর্তমান অন্ধকারময় পরিস্থিতিতে অতীতকে ফেরানো সম্ভব নয় ঠিকই। কিন্তু আমরা গাছ লাগাতে পারি, আমাদের আশেপাশের শহরকে আরও সবুজ করতে পারি, বাড়ির বাগান পুনর্নির্মাণ করতে পারি, নিজেদের ডায়েট পরিবর্তন করতে পারি এবং নদী ও উপকূল পরিষ্কার রাখতে পারি। আমরা এমন একটি প্রজন্ম যারা এই ধরনের কাজের মাধ্যমে প্রকৃতির শান্তি বজায় রাখতে পারি। পরিবেশ কে বাঁচাতে আমাদের কে হতে হবে সোচ্চার।আর এই উদ্দেশ্য কে সামনে রেখে প্রতিবছর ৫ জুন অনুষ্ঠিত হয় "বিশ্ব পরিবেশ দিবস"। এর ই ধারাবাহিকতায় এবারও " ইকোসিস্টেম রিস্টোরেশন" এই শিরোনামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব পরিবেশ দিবস।তাই জাককানইবি নির্ভয় ফাউন্ডেশন সকলের প্রতি সচেতনতা বজায় রাখতে নিয়ে এসেছে অনলাইন ভিত্তিক ইভেন্টঃ "ইকোসিস্টেম রেস্টোরেশন"
তার স্লোগান হতে যাচ্ছেঃ "বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার, পরিবেশ রক্ষার অঙ্গীকার"
✅ ইভেন্টটি সকলের জন্য উন্মুক্ত!
✅ অংশগ্রহণের নিয়মাবলি :-
১.আপনাদের পছন্দমতো ছবি যেমনঃবৃক্ষরোপণ,পরিবেশের উপর বক্তব্য বিষয়ক ভিডিও ক্লিপ আর ভিন্ন আয়োজন আপনার নিজের তৈরি কোন কোটেশন/স্লোগান বা পছন্দের কোন মনীষীর উক্তি জমা দিতে পারবেন(অবশ্যই পরিবেশ বিষয়ক)।
২.একই পোস্ট দ্বিতীয় বার গ্রহণযোগ্যতা পাবেনা।
৩.ভিডিও তে অাপনার পরিবেশ বিষয়ক বক্তব্যটি তুলে ধরতে হবে এবং বিষয়টি উল্লেখ করতে হবে।ভিডিওতে আপনার শারীরিক অবস্থান আবশ্যক। বাহির থেকে নেয়া কোন ফুটেজে অডিও ব্যবহার করে তৈরিকৃত ভিডিও গ্রহণযোগ্যতা পাবেনা।
৪.ছবিটি অবশ্যই অাপনার ধারণকৃত হতে হবে।ছবিতে পরিবেশ সম্পর্কিত একটি ক্যাপশন থাকা আবশ্যক।হতে পারে ছবিটি সম্পর্কে অাপনার অভিজ্ঞতা।
৫.কোটেশন রাইটিং এ বিভাগে অংশগ্রহণ কারীদের ক্ষেত্রে #নিজস্ব এই হ্যাশট্যাগ টি ব্যবহার করতে হবে যদি কোটেশন টি নিজের হয়।কোন মনীষীর হলে তাঁর নাম উল্লেখ করতে হবে।কোটেশনের জন্য অবশ্যই সুন্দর একটি টেম্পলেট ব্যবহার করতে হবে।
৬.প্রত্যেক অংশগ্রহণ কারীকে তার পোস্টে
#গাছ_লাগান_পরিবেশ_বাঁচান
#worldenvironmentdaywithnirvoy
#NirvoyFoundation এই তিনটি হ্যাশট্যাগ ব্যবহার করতেই হবে।
৭.প্রত্যেককে তাদের পোস্ট নির্ভয় ফাউন্ডেশন জাককানইবি শাখার অফিশিয়াল গ্রুপে পোস্ট করতে হবে।
☑️ প্রত্যেক বিভাগ থেকে ৩ জন করে মোট ৯ জনের জন্য থাকছে সম্মাননা।
☑️ উল্লিখিত শর্তসাপেক্ষে সকলের অংশগ্রহণ কামনা করছি।