মেম্বার নিচ্ছে নির্ভয় ফাউন্ডেশন নেত্রকোনা জেলা
একজন স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার জন্য আপনি একটা প্লাটফর্ম খুঁজছেন কী?
তবে নির্ভয় ফাউন্ডেশন নেত্রকোনা জেলা শাখায় আপনাকে স্বাগতম। অংশগ্রহণ করুন নির্ভয় ফাউন্ডেশন-নেত্রকোনা ইউনিটের প্রথম সদস্য সংগ্রহ কার্যক্রমে।
'স্বেচ্ছাসেবা' শব্দটিতে কেমন যেন এক অসাধারণ অনুভূতি, স্বার্থহীনতায় আনন্দ, ভালো লাগা আর আত্মতৃপ্তির এক অভিনব মিশ্রণ রয়েছে; যা প্রতিটা মুহূর্তেই সমাজের সকল প্রতিকূলতায় বিনা স্বার্থে অন্যের জন্য ভালো কিছু করার তাগিদ যোগায়।
২০১৭সালের ৫ই ডিসেম্বর বিশ্ব স্বেচ্ছাসেবক দিবসে 'নির্ভয় ফাউন্ডেশন'-এর উদ্ভব, যার প্রতিষ্ঠাতা মো: আরিফুল ইসলাম। কাজের সম্প্রচারধারায় ২০২০ সালের ৮ই জুন নেত্রকোণা জেলায় 'নির্ভয় ফাউন্ডেশন' এর পথচলা শুরু। বর্তমানে ফাউন্ডেশনটির ৪ টি ইউনিট কাজ করে চলেছে মানবতার সেবায়।
টেকসই উন্নয়ন অভীষ্ট (SDG) কে কেন্দ্র এর বাস্তবায়নের লক্ষ্যেই চলমান রয়েছে নির্ভয় ফাউন্ডেশনের সকল কার্যক্রম। সময়ের হিসেবে নেত্রকোনা ইউনিট তুলনামূলক নতুন। তবে এই বছর খানিকের মধ্যেই নেত্রকোণা ইউনিট থেকেও বেশ কিছু কার্যক্রম চলেছে।
১. শীতার্তদের শীতবস্ত্র বিতরণ
২. বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি
৩. রমজানে ইফতার সামগ্রী বিতরণ ও
ঈদ সামগ্রী বিতরণ
৫ . বাল্যবিবাহ, যৌতুক প্রথা, নারী শিক্ষা এবং লিঙ্গ সমতায়নের ব্যাপারে সচেতনতা কার্যক্রম
৬. নারীদের স্বাস্থ্য সচেতনতা, আত্মকর্মসংস্থানে সুযোগ তৈরি
৭. আঞ্চলিক ভাষার মাধুর্যতা ও
কন্টেন্ট রাইটিং
৮. আনন্দের মধ্যে দিয়ে বাচ্চাদের নতুন কিছু শেখানো ইত্যাদি।
সমাজের প্রান্তিক জনজীবনে পরিবর্তনের ধারা বইয়ে দেওয়ার জন্যে প্রয়োজন পর্যাপ্ত জনবল। তাই নির্ভয় ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আমাদের সদস্য সংগ্রহ প্রজেক্ট Recruitment 1.0 এর আয়োজন শুরু হতে যাচ্ছে।
স্বেচ্ছাসেবা হলো সমাজের জীবনধারায় পরিবর্তন আনার সাথে সাথে নিজের দক্ষতা বৃদ্ধির এক সুন্দর সুযোগ। রিক্রুইটমেন্ট পরবর্তীতে নতুন সদস্যদের জন্য থাকছে দারুণ কিছু চমক। নবীন ভলান্টিয়ারদের চাহিদা অনুযায়ী আমাদের অনলাইন প্রশিক্ষণ টিমের দ্বারা থাকছে দারুণ কিছু কোর্সের ব্যবস্থা । নিজেকে আরো উচ্চ গুনসম্পন্ন, দায়িত্বশীল, যোগ্য করে গড়ে তুলতে নেত্রকোনা জেলার এই সদস্য সংগ্রহ প্রজেক্ট সার্বিকভাবে সাহায্য করবে একজন নবীন সেচ্ছাসেবক কে।
সমাজের প্রয়োজনে পর্যাপ্ত জনবল সংগ্রহ এবং সেইসাথে তাদেরকে বহুগুণসম্পন্ন দক্ষ জনসম্পদ রূপে গড়ে তোলার লক্ষ্যেই আমাদের এই প্রয়াস।
✅ রেজিষ্ট্রেশন লিংকঃ https://forms.gle/qusGtStFxSmagtQd6
✅ রেজিষ্ট্রেশন এর শেষ সময়ঃ ৫ই জুলাই, ২০২১
✅ যেকোন ধরনের পরামর্শ বা তথ্যের জন্য:
➡️ Sakhawat Hossen Sakib
Human Resource Co-ordinator
Central Unit
Nirvoy Foundation
Mobile: 01879416630
E-Mail: sakhawatsakib9999@gmail.com
➡️ Md Nazmus Sakib
Human Resource Co-ordinator
Netrokona Unit
Nirvoy Foundation
Mobile: 01784256087
E-Mail: mrnazmussakib123@gmail.com
➡️ Our Official Email: nirvoy.org@gmail.com
Our website link: www.nirvoy.org